শনিবার অব্দি দক্ষিণ বঙ্গে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরর  অধিকর্তা জানান  ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ।বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাস  ঢুকছে গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে ।বাতাসের ঠেলাতে  পশ্চিমদিকে দিয়ে বয়ে আশা  লু  বাঁধা  প্রাপ্ত্য হয়েছে ।ফলে গরমের জ্বলুনিটা কম অনুভূত হচ্ছে ।বায়ুমণ্ডলে চাপের জন্য আজকে থেকে শনিবার অব্দি গাঙ্গেয় বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে ।