মনোজিতের ওই কলেজে অস্থায়ী চাকরি তা আই ওয়াশ ছাড়া আর কিছুই না । আসলে গোটা শহরের আইন কলেজের থেকে টাকা তোলার দায়িত্ব মনোজিতের উপরেই ছিল ।তার পরে সারা বছর নানা অনুষ্ঠান করে টাকা তোলাও ওর মূল্য লক্ষ্য ছিল ।পিছনে ছিল দাদা দের হাত ।কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৪ টি শিক্ষাঙ্গনে ২১৬৬ টি আসন রয়েছে ।ভর্তি হতে দিতে হলো ক্যালকাটা উনিভার্সিটি ল এন্ট্রান্স পরীক্ষা ।প্রতিটি কলেজে ১০ টি করে গোজামিল ছেড়ে রাখা হতো মনোজিতের জন্য ,যার টাকার ভাগ যেত উপরের দিকে ।