খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক আজ তিনটি লোকসভা কেন্দ্রের ভোট পর্যবেক্ষন করতে বুধবার বেশী রাতে কলকাতায় পৌঁছান মহলের মতে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ভোটার প্রশাসনিক দিকটি দেখভালের জন্যই রাজ্য এসেছেন । অজয় নায়েক তার কর্তব্যর ব্যপারে পরিস্থিতি যাচাই না করে কোন মুখ খোলেননি ।