খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বনগাঁয় বিজেপির নতুন সাংসদ মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুরের লক্ষাধিক ভোটে তৃণমূল কে হারানোর পরে প্রধানমন্ত্রী মতুয়া প্রতিনিধি হিসাবে জায়গায় দেবেন শান্তনু ঠাকুর কে এমন আশা ছিল মতুয়া দের ,কিন্তু সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের নাম মন্ত্রী সভায় না থাকায় তারা কিছুটা হতাশ । এক মতুয়া ভক্ত বলেন :এই বার না হোক ভবিষ্যতে শান্তনু বাবু নিশ্চয় মন্ত্রী হবেন “।