আজকে করোনা তে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নদিয়ার ৫ বারের বর্ষীয়ান বিধায়ক তথা তৃণমূল নেতা অজয়
দে ,জানা যাচ্ছে নির্বাচনের পরেই তিনি করোনা আক্রান্ত হন ।অবস্থার অবনতি হওয়াতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালেভর্তি করানো হয় । আজকে সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, এই ছাড়াও তিনি ছয়বারের শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তারপ্রয়ানে গভীর শোকের ছায়া নামে শান্তিপুরে ।