করোনা আবহাওয়া তে শামসেরগঞ্জ থানা এলাকার পুজো কমিটি মাত্র ১ টাকা তে চালু করেছে ক্যান্টিন,যাতে
পেটপুরে ভাত ডাল তরকারি ও একটি মিষ্টি পাওয়া যাচ্ছে পুজো কমিটি একটি শর্ত আরোপ করেছে পুরো করোনা বিধি মেনে চললেই এই খাওয়া পাওয়া যাবে , যারা পুজো কমিটির থেকে সকাল সকাল এই কুপন সংগ্রহ করছেন ,তারা খাওয়া পাচ্ছেন ,কুপন সংগ্রহ করার সময় সকাল ৮ টা থেকে ১০ ,গতকাল ১০০ জন খাওয়া পেয়েছে ।