শারদ পাওয়ার বিদ্রোহীদের নিয়ে চিন্তিত নন

গতকাল এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার বলেন ভাইপো অজিত অথবা এনসিপির দলছাড়া বিদ্রোহী নেতাদের দলে ফেরাতে তিনি বিন্দুমাত্র চেষ্টাও করবেন না ।পাওয়ারের বক্তব্য কেউ যদি স্বইচ্ছায় দলে আসতে চায় তবে কোনো বাঁধা নেই ।তবে বিতর্ক বাড়াতে আমি কাউকে অনুরোধ ও করবো না ।