শিক্ষামন্ত্রী বৈঠক করলেন চাকরি প্রার্থীদের সাথে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:    কলকাতা  মহানগরে  গত  ২৮  শে   ফ্রেব্রুয়ারী   থেকে  চাকরীর   দাবিতে  রীলে  অনশন   করেছে  প্রায়  ৪০০  জন চাকরি প্রার্থী।  ইতি  মধ্যে  অসুস্থ  হয়ে  হাসপাতালে  ভর্তি  হয়েছেন  বেশ  কয়েক  জন  চাকরী   প্রার্থী ।  অনশনের  ২৩  দিনের  মাথায়  আজ  শিক্ষা  মন্ত্রী  বৈঠক  করলেন  অনশন   রত  চাকরী   প্রার্থীদের  সাথে ।  চাকরী    প্রার্থীরা  মনে  করেছেন  এই  সাক্ষাৎকারের  পর  তাদের  একটা  সুরাহা  হবে।  শিক্ষা  মন্ত্রী  ও  পাঁচ  সদস্যের  এক  কমিটি  গঠন  করার  কথা  ঘোষণা  করেন ।  চাকরী   প্রার্থীরা    এই  কমিটির  কাছে  তাদের  সমস্যার  কথা  তুলে  ধরবেন।