শিক্ষা দফতর গরমের ছুটিতে পড়ুয়াদের দেবে চাল ডাল গম চিনি ও সাবান

গতকাল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতর এক নির্দেশিকায় জানিয়েছেন যে ,গরমের ছুটির মধ্যেও পড়ুয়াদের মিড্ ডে মিলের সামগ্রী চাল -ডাল ০ চিনি দেওয়া হবে ।২৫ মে ও মধ্যে স্কুল গুলিকে সেই সমস্থ সামগ্রী বিলিবন্টন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ।পড়ুয়া পিছু দুই কিলোগ্রাম করে চাল ,দুই কিলোগ্রাম আলু ২৫০ গ্রাম চিনি ,২৫০ গ্রাম ডাল ও একটি সাবান দেওয়া হবে অভিভাবক দের হাতে ।