শিখা মিত্র ও তার পুত্র জানালেন তারা কংগ্রেস ছাড়ছেন না

গত সপ্তাহে চৌরঙ্গী আসনে বিজেপি প্রার্থী হয়ে লড়ার জন্য প্রয়াত কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের স্ত্রী
শিখা মিত্র ও পুত্র রোহন মিত্রের কাছে অনুরোধ নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী । এর পরে সৌমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র তার কাছেকিছুটা সময় চেয়েছিলেন তাদের অবস্থান স্পষ্ট করার জন্য । রং মিত্র তিনি এবং তার মা শিখা মিত্র কেউ কংগ্রেস ছাড়ছেন না ,আমন্ত্রণ পেলেতারা কংগ্রেসের সঙ্গে বামেদের হয়েও প্রচার চালাবেন ।