খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিব পূজাতে শিবলিঙ্গ স্নানের জন্য প্রধানত গঙ্গাজল অথবা গঙ্গাজলমিশ্রিত জল ব্যবহার করা হয় । আর বেল পাতা দেয়া হয় তিনটি পাতা যুক্ত ,একটি যৌগিক পত্র কে । তবে এর বিশেষ লক্ষণীয় বিষয় হলো শিবের পুজোর বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃন্ত অথবা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে ব্যাড দিয়ে তবেই সেই বেলপাতা দেবাদি দেব মহাদেব কে অর্পণ করে দেয়া উচিত ।