শিলিগুড়িতে অবৈধ নির্মাণ

শিলিগুড়িতে রাতের অন্ধকারে দোকানের ওপরে অবৈধ নির্মাণ করা হচ্ছে।শিলিগুড়ি আদালতের উল্টোদিকে পুরনিগম থেকে হাঁটাপথে  ২ মিনিটের দূরত্বে এই অবৈধ নির্মাণ চলছে। পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জানান  তিনি ব্যাপারটি জানেন না। সোমবার পুরসভা খুললে তিনি খোঁজ নেবেন। এখানে কিছু দোকানের ওপরের  দিকে টিন দিয়ে বা ইট দিয়ে গাঁথনি করে দোকান ঘর তৈরী করা হচ্ছে। ঝামেলা এড়াতে রাতের বেলায় কাজ করা হচ্ছে।