শিলিগুড়ি শহর ভেসে গেলো বৃষ্টিতে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: সারারাতের বৃষ্টিতে শিলিগুড়ি শহর ভেসে গেছে। বড়  ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ও জলমগ্ন হয়ে পড়ে।  রাস্তায় লোক চলাচল ছিল কম এবং বেসরকারি বাস খুব কম চলাচল করেছে। পুরনিগমের চেয়ারপার্সন অশোক  ভট্টাচার্য পরিস্থিতি দেখতে ৬,১৫,১৬ এবং ৩৯ নম্বর ওয়ার্ড  ঘুরে দেখেন। তিনি বলেন সব ড্রেন পরিষ্কার করা হয়েছে। কিন্তু বৃষ্টি বেশি হওয়ায়  এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক আড়তে  জল  ঢুকে জিনিসপত্রের ক্ষতি  হয়েছে।