বিভিন্ন রাজ্যের মধ্যে চলছে শিল্পের লগ্নির টানার প্রতিযোগিতা । কার ঝুলিতে কতটা বিনিয়োগের প্রস্তাব এলো
সেই হিসাবে ব্যস্ত সারা দেশ ।সংশ্লিষ্ট মহলের দাবি ,বিভিন্ন শিল্প পতিদের এক বৃহৎ গোষ্ঠী কে সাধারণ ভাবে সব জায়গায় তে দেখা যাচ্ছে ।আদানি ঘোষ্ঠী প্রস্তাব দিয়েছে ৭.৫০, ওড়িশা জন্য ২.২৯, গুজরাট ২ মধ্যে প্রদেশ -১ আসাম ০.৫তামিল নাড়ু ০.৪৩,কেরল ০.৩০।এই হিসাব লক্ষ্য কোটি টাকা তে ।