শিল্প ধর্মঘট সম্মন্ধে মুখ্যমন্ত্রীর উত্তর বন্ধ হবে না

On: Monday, January 7, 2019 11:45 PM

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্কের  :  সোমবার নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ব্যাপী যে বন্ধের কর্মসূচি বামেরা নিয়েছেন  কেন্দ্রীয়  ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের সহযোগিতায় তার ব্যাপারে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন ৮ এবং ৯ জানুয়ারী  পশ্চিমবঙ্গে  কোনো বন্ধ হবে না । তিনি আরো  বলেন  গত ৩৪ বছরে বামেরা  অনেক  কর্মনাশা  বন্ধ ডেকে রাজ্য কে পিছিয়ে দিয়েছেন । শাসক দল  তাদের মন্ত্রী  জেলার কর্মকর্তা  ও প্রশাসন কে নির্দেশ দিয়েছেন এই বন্ধ কে ব্যর্থ করার জন্য । রাজ্য সরকারি  কর্মচারীদের  ৭-১০ জানুয়ারি সব ছুটি বাতিল হয়েছে ।