শিয়ালদহ ফ্লাইওভার ৩ দিন বন্ধ

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য আগামী ২ থেকে ৪ অক্টোবর শিয়ালদহ  উড়ালপুল  দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ২রা গান্ধীজির জন্মদিন এবং তারপর শনিবার ও রবিবার। তাই উড়ালপুল বন্ধ থাকলেও খুব অসুবিধা হবে না। এরআগে বউবাজারে টানেলের কাজের সময় দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার তাই আর কোন ঝুঁকি নেওয়া  হবে না। এই রুটে  বর্তমানে সল্ট লেক স্টেডিয়াম থেকে  সেক্টর  ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করছে।