আগামী ১লা জুলাই শিয়ালদাহ স্টেশনের সব প্লাটফর্ম থেকে ১২ টি কোচের লোকাল ট্রেন ছাড়বে বলে জানান শিয়ালদহের ডিআরএম দীপক নিগাম ।সব কাজকর্ম শেষ হওয়াতে ইতিমধ্যেই ১-৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২কোচের লোকাল ট্রেন ছাড়ছে,৯ কোচের ট্রেন গুলোকেই ১২ কোচে পরিবর্তন করা হচ্ছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...