শিয়ালদাহ থেকে ১২ কোচের রেলওয়ে চলবে

আগামী ১লা জুলাই শিয়ালদাহ স্টেশনের সব প্লাটফর্ম থেকে ১২ টি কোচের লোকাল ট্রেন ছাড়বে বলে জানান শিয়ালদহের ডিআরএম দীপক নিগাম ।সব কাজকর্ম শেষ হওয়াতে ইতিমধ্যেই ১-৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২কোচের লোকাল ট্রেন ছাড়ছে,৯ কোচের ট্রেন গুলোকেই ১২ কোচে পরিবর্তন করা হচ্ছে ।