মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে টানা মামলার শুনানি চলছে ,বিচারপতি কারোল এবং মিশ্ররার ডিভিশন বেঞ্চে ।গতকাল চারটি কর্মচারী সংগঠনের তরফে তাদের আইনজীবিরা সওয়াল করে বলেন ।পুরোনো দিনের যারা টাকা ধার দিতেন সেই মহাজন দের মত রাজ্য সরকার এক দিকের টাকা বাঁচিয়ে অন্য দিকে লাগাচ্ছে । রাজ্য নিয়মের তোয়াক্কা না করে ,নিজেদের ইচ্ছে মত খেয়াল খুশি সিদ্ধান্ত নিয়ে ডিএ দিচ্ছে কর্মচারীদের ,যা মানা যায় না ।