শীর্ষ আদালত ভৎসনা করলো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গত  বৃহস্পতিবার একটি ভিডিও তে  দেখা গিয়েছিলো শশানে  আশা  মৃতদেহ  আঁকশি  দিয়ে টেনে  পুরসভার  গাড়িতে  তোলা  হচ্ছে ।ভিডিও টি প্রকাশ পেতেই তোলপাড় পরে পশ্চিমবঙ্গে  এবং গতকাল শীর্ষ আদালতে করোনা নিয়ে যখন আলোচনা চলছিল তখন ওই ভিডিও টি  নিয়ে আলোচনা উঠে আসে ,কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল  তুষার মেহেতা বিচারপতিদের সামনে ভিডিওর  প্রসঙ্গটি তোলেন  এর পরেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা  করোনা রোগীর চিকিৎসা এবং মৃত দেহের  অমর্জাদার  পরিপ্রেক্ষিতে  পশ্চিমবঙ্গ সহ  পাঁচটি রাজ্যের পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ  করেন ।