শীলার তিনটি পুত্র সন্তান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বনদপ্তরের অনুমান  বাঘিনী শীলার তিনটি ই পুত্রসন্তান। তবে  চূড়ান্ত  পরীক্ষা করে নিশ্চিত হতে চায় সাফারি পার্ক কর্তৃপক্ষ। তিন শাবকের লিঙ্গ নির্ধারণ হয়ে গেলে মুখ্যমন্ত্রী আগামী উত্তরবঙ্গ সফরের  সময়  তাদের নামকরণ করবেন ।তবে একটি শাবকের স্বভাব অন্য দুটির থেকে আলাদা। তাই সেটি কন্যাও হতে পারে। মুখ্যমন্ত্রী ২৮ তারিখে শিলিগুড়িতে আসছেন।  তার আগেই লিঙ্গ নির্ধারণ করতে হবে পার্ক কর্তৃপক্ষকে।