প্রত্যাশা মতোই গতকাল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে ভিড় ঠাসা সভাতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের উপস্থিতি তে পশ্চিমবঙ্গের জননেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন ,সঙ্গে একজন প্রাক্তন এবং একজন বর্তমান সাংসদ দুই প্রাক্তন মন্ত্রী এবং শুভেন্দু সহ ১০ জন বিধায়ক । দুই জন প্রাক্তন বিধায়ক ,এই ছাড়া পুরসভা ও জেলা পরিষদের মেয়র পরিষদ জেলা পরিষদের কর্মধক্য ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় ৪৩ জন ।