শুভেন্দু অধিকারী মেসেজ করে সৌগত রায়ের কাছে ক্ষোভ প্রকাশ করলেন

গতকাল রাতে এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আরেক এমপি সৌগত রায়ের মধ্যস্থতায় আলোচনাতে
বসেছিলেন শুভেন্দু অধিকারী অভিষেক ও ভোট গুরু পিকে । শুভেন্দু অধিকারী সৌগত রায়ের কাছে আজকে হোয়াটস আপে মেসেজে করে কেন ওই বৈঠক নিয়ে মিডিয়ার কাছে মুখ খোলা হলো তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করলো ,শুভেন্দু বাবু বলেন সমস্যা কোনোটাই মেটেনি |এই ভাবে কাজ করা সম্ভব নয় আমাকে মাপ করবেন । এর ফলে শুভেন্দু কে নিয়ে তৃণমূলের অভ্যন্তরে গতিলটা আরো বেড়ে গেলো ।