শুভ্রজিৎ এর দেহের ময়নাতদন্তর নির্দেশ দিল হাইকোর্ট

খবর  ঘন্টায়  ঘন্টায় :গত  ১০ই  জুলাই  কলকাতা  মেডিক্যাল  কলেজে   বিকেলে  ভর্তি  হয়ে  রাট  দশটায়  মৃতু  হয়  ইচ্ছাপুরের   বাসিন্দা  শুভ্রজিৎ  চট্টোপাধ্যায়।  তার  মৃত্যুর  আগে  ওপরে  তার  পিতা  ও  মাতাকে//  বিভিন্ন  হাসপাতাল  তাদের  পুত্রকে  ভর্ত্তি   নিতে  চাননি।   একটি  চিরকুটে  তাকে  কভিড -১৯  পজেটিভ  বলা  হয়েছিল । মৃত্যুর  পর  তার  মৃতদেহ  পিতা  ও  মাতাকে  না  দেখতে  দেওয়ায়  তারা  হাইকোর্টে  শরণাপন্ন  হন।  গতকাল  বিচারপতি   দেবাংশু  বসাক  রাজ্য  সরকার  কে  নির্দ্দেশ  দেন  দাহ  কাজের  আগে  তার  পরিবারকে  তাদের  পুত্রের  দেহ  দেখার  সুযোগ  দিতে  হবে।  মৃতের  দেহের  ময়না  তদন্ত  করতে  হবে  এবং  ময়না  তদন্তের  ভিডিয়ো  গ্রাফ   করে  করতে  জমা    দিতে  হবে।  চাইলে  তারা  ছেলের  দেহ  কে  ঘিরে  ধর্মীয়  রীতিনীতি  পালন  করতে  পারবে।