শ্রীকৃষ্ণের জীবনী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শ্রীকৃষ্ণ  ছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম গর্ভের  সন্তান ।হিন্দু ধর্মাবলম্বীরা  তার জন্মদিন  জন্মাষ্টমী  হিসাবে  পালন করে ।শ্রীকৃষ্ণের জন্মের  সময় পৃথিবীতে চারিদিকে  ছিল অরাজকতা ,নিপীড়ন ,অত্যাচার সেই সময়ে চরম পর্যায়েই পৌঁছেছিল ।মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না ,চারিদিকে ছিল অশুভ শক্তির তান্ডব ,শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের সব থেকে বড় শত্রূ  মথুরা  তে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতেই  তার পিতা  বাসুদেব তাকে ঝুড়ি  তে  করে যমুনানদী  পার করে তাকে গোকুলে পালক পিতা  যশোদা ও ননদের কাছে রেখে আসেন ।