শ্রীভূমি নাম হলো আসামের করিমগঞ্জের

মঙ্গল বার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমবন্থ বিশ্বশর্মা জানান ,করিমগঞ্জ নামের কোনো আভিধানিক অর্থ নাই ,তাই তারা ঠিক করেছেন রবীন্দ্রনাথের ১৯১৯ শালের শ্রীহট্ট ভ্রমণ কালে তিনি এর রূপে মোহিত হয়ে শ্রীভূমির নাম রেখেছিলেন ।উল্লেখ্য প্রাক্তন সিলেট জেলার মধ্যে একমাত্র করিমগঞ্জ ই ভারতে এসেছে তাই এই প্রস্তাব ।