খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভিআইপি রোডের ধারে এই ভিআইপি পুজোটি অনেক দিন ধরেই কলকাতার উজাড় মানচিত্রে তাদের নিজস্ব জায়গাটি তুলে রেখেছে । এই বার এই পুজোটি ৪৮ তম পদার্পন করলো । এই বার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মৌর্য্য আমলের এক মন্দির কে তুলে ধরেছে । তাতে পূজিত হবেন মা দূর্গা ।এই পূজার মূল অক্ষরণ হচ্ছে সুবিশাল ঝাড়বাতি যা থাকবে গোটা মণ্ডপের অন্দর জুড়ে সঙ্গে থাকছে বিভিন্ন জিনিসের কারুকাজ ,আলোর খেলায় মেতে উঠবে গোটা মণ্ডপ চত্বর ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...