সংক্রমিত চা বাগান শ্রমিকদের পাশে মালিক

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি চাবাগানের ৮  জন শ্রমিক একসঙ্গে করোনায়  সংক্রমিত হয়েছেন। খবর পেয়ে মালিক কাজল সরকার ছুটে আসেন এবং তাদের সম্বন্ধে খোঁজ খবর  করেন। তিনি শ্রমিকদের জন্য সঙ্গে করে  ফল ,পুষ্টিকর  খাবার,  মাস্ক, স্যানিটাইজার ও নিয়ে এসেছিলেন। সকল কে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন এবং তাদের সঙ্গে বাগান থেকে চা পাতা ও তোলেন। তিনি তাদের পাশে থাকার আশ্বাস ও দিয়েছেন। তাঁর ব্যবহারে সমস্ত শ্রমিক খুব খুশি হয়েছে।