সংবিধান দিবস পালন নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে দূরত্ব বাড়লো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  মঙ্গলবার  বিধানসভা  তে  সংবিধান দিবস  উপলক্ষে রাজ্যপাল  ও মুখ্যমন্ত্রীর  মধ্যে  সৌজন্য  বিনিময় তো দূরের  কথা  মুখ দেখাদেখি  ও বন্ধ ছিল । রাজ্যপাল চলে যাওয়ার পরে মমতা  বন্দ্যোপাধ্যায়  বলেন  দেখা  হলে  প্রধানমন্ত্রী  হেসে  কথা বলেন । অন্যদিকে  বিধানসভা  ছেড়ে  চলে যাওয়ার আগে  রাজ্যপাল স্পিকার  কে   বলেন বলেন  বড়  বাড়াবাড়ি  হয়ে যাচ্ছে ।তার পরে  তিনি রাজভবনে  চলে  যান  ওই একই সংবিধান দিবস  পালন করার জন্য ,যেইখানে  মুখ্যমন্ত্র ও অন্য মন্ত্রীরা আমন্ত্রিত  হয়েও যাননি ।