সংযোগকারী রাস্তা না হওয়ায় সমস্যা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সিঙ্গিমারী  নদীর উপর সেতু  তৈরীর  কাজ সম্পূর্ণ। কিন্তু সংযোগকরী  রাস্তার কাজ শেষ না হওয়ায়  সেতু দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। ফলে দিনহাটা ও সিতাইয়ের  বাসিন্দারা খুবই অসুবিধায় পড়েছেন। বিশেষ করে দিনহাটায় চিকিৎসা করাতে  নিয়ে যাওয়া  রোগীদের  খুবই অসুবিধা হচ্ছে। দিনহাটার মহকুমাশাসক  জানান সেতুর সংযোগকারী রাস্তার  কাজ সামান্য বাকী। বৃষ্টির জন্য কাজ বন্ধ থাকলেও এখন চালু হয়েছে। পুজোর আগে সেতুর উদ্বোধন  হতে পারে।