খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ উত্তর বঙ্গের ভালুকা এবং হারিস চন্দ্রপুরের মধ্যে বিভিন্ন জায়গায় রেলের ফিশ প্লেট এবং পানরোল ক্লিপ খুলে রেল লাইন উপরে ফেলেছেন আন্দোলনকারীরা । রেলের সিগন্যাল এবং প্যানেল বোর্ড ভাংচুর করা হয়েছে তার ফলে আর মালদহের পরে উত্তরবঙ্গের দিকে আর ট্রেন চালানো যাচ্ছে না । ইএমইউ এবং প্যাসেঞ্জার মিলিয়ে একাধিক ট্রেনে আগুন লাগানো হয়েছে । সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আজিমগঞ্জ এবং নিউ ফারাক্কা শাখা ।