শিক্ষা সচিব মনীশ জৈন কে বদলি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে । নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার যিনি পুর ও নগরউন্নয়ন দফতরের সচিব ছিলেন ।পুর ও নগরউন্নয়ন দফতরের সচিব করা হয়েছে গুলাম আনসারী কে ।সংখ্যালঘু উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন পিভি সেলিম ,তার হাতে থাকছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও এমডির দায়িত্ব ।জিটি এ প্রধান সচিব হয়েছে বিজয় ভারতী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...