সচিব স্তরে ব্যাপক রডবদলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নবান্ন থেকে

শিক্ষা সচিব মনীশ জৈন কে বদলি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে । নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার যিনি পুর ও নগরউন্নয়ন দফতরের সচিব ছিলেন ।পুর ও নগরউন্নয়ন দফতরের সচিব করা হয়েছে গুলাম আনসারী কে ।সংখ্যালঘু উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন পিভি সেলিম ,তার হাতে থাকছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও এমডির দায়িত্ব ।জিটি এ প্রধান সচিব হয়েছে বিজয় ভারতী ।