গত বছর করোনা সংক্রমণের ফলে ,যা ব্যবস্থাপনা ছিল ১ সপ্তাহের মধ্যে তার থেকে বেশি সজ্জা বাড়ানোর নির্দেশ দিলো রাজ্য স্বাস্থ্য দফতর ।তার ফলে করোনা রুখতে কলকাতা ও তার লাগোয়া শহরতলি এলাকাতে বেসরকারি স্তরে ২৫% এবং সরকারিস্তরে ২০% করোনা সজ্জা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর । বিশেষজ্ঞ মহলের ধারণা করোনার প্রথম ধাক্কার থেকেও দ্বিতীয় ঢেউ আরো বেশি মারাত্বক এর ফলে সরকার এই বেড বাড়ানোর পদক্ষেপ নিতে চলেছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...