সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ কে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূলের হার্মাদ রা

গতকাল বিকেলে বিজেপি তে সদ্য যোগদান করা তৃণমূল সাংসদ সুনীল মন্ডল হেস্টিংয়ে বিজেপির দলীয়
কার্যালয়ের সামনে আসতেই তার গাড়ী ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় কর্মীরা । কালো পতাকা দেখায় তাকে তারা । ডান্ডা দিয়ে তার গাড়ির বনেটের উপরে আঘাত করা হয় । অকুস্থলে কম পুলিশ থাকায় তারা বিক্ষোভ কারীদের সামলাতে পারেনি । এর পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন ,সুনীল কে ঘিরে যে অসভ্যতামি আজকে হলো এর পর মুখ্যমন্ত্রী তার কালীঘাটের বাড়িতে ঢুকতে পারবেন
কি ।