খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কংগ্রেস মুখ্যপাত্র সন্ময় বন্ধ্যোপাধ্যের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্জি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যীর এজলাসে আর্জি জানান যে মুখ্যমন্ত্রীর সন্মান হানি করে লেখালেখির অভিযোগ তুলে পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ তুলে সন্ময় বান্ধোপাধ্যের যে এফাইআর দায়ের করেছিল তা খারিজ করা হোক ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...