সমস্যা সহ চক্ষু বিভাগের ওটি চালু

অধিকাংশ ডাক্তার গরহাজির ,পরিকাঠামো ঠিক নয় তবু উত্তরবঙ্গ মেডিকেল  কলেজে চক্ষু  বিভাগের অপারেশন থিয়েটার (ওটি ) চালু হল। চিকিৎসকেরা উত্তরবঙ্গে থাকেন না। চক্ষু বিভাগের গাড়ি ও খারাপ। এখানে এখন থেকে ফেকো , সমস্ত ছানির অপারেশন এবং গলুকোমা অপারেশন হবে। সমস্যার কথাগুলি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। সুপার আশ্বাস দিয়েছেন এখন থেকে হাসপাতালে চিকিৎসক থাকবেন।