খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে করোনার ট্রেইলার পরিচালক মুস্তাফা কেশভরি ৭ জন মানুষ কে নিয়ে করোনা ছবিটি । তার ট্রেইলার টি সম্প্রতি মুক্তি পেয়েছে । করোনা যখন চায়নার গন্ডি পেরিয়ে আমেরিকা এবং ভারতে তান্ডব চালাচ্ছে তখন এর ভয়াবহতা নিয়ে প্রতিটি মানুষ সচেতন ।করোনা আক্রান্ত কোনো মানুষের সংস্পর্শে আসলে এই ভাইরাস থেকে কারুর নিস্তার নেই ।এমন এক আক্রান্ত ব্যক্তির সঙ্গে লিফটে আটকে পড়া ৭ জন কে নিয়ে তৈরী হয়েছে ছবিটি । সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার ।