সরকারি অর্থ অপচয় কমাতে আপ সরকার পাঞ্জাবে চালু করলো এক বিধায়ক এক পেনশন নীতি

পাঞ্জাবের আম আদমির সরকার এক বিধায়ক এক পেনশন নীতি চালু করতে চলেছে । সম্প্রতি এই সংক্রান্ত একটি বিলে সই করেছেন রাজ্যপাল । রাজ্য সরকারের দাবি এই নীতি নেওয়ার ফলে বিধায়কদের পেনশন বাবদ ১৯.৫ কোটি টাকা সাশ্রয় হবে । সোম মিলিয়ে ৫ বছরে ১০০ কোটি টাকার মত বাঁচবে ।