সরকারি কাজ নেপালি ভাষায়

ভোট আসছে। ভোটারদের মন পেতে এবার সমস্ত  সরকারি কাজকর্ম নেপালি ভাষায় করার সিদ্ধান্ত নিল  গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ ).এখন থেকে সমস্ত ফর্ম ,আবেদনপত্র,নোটিশ বোর্ড এবং সরকারি অনুষ্ঠানে নেপালি ভাষায় লিখতে হবে। এব্যাপারে নির্দেশ জারি করা হয়েছে এবং দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। জিটিএ র চেয়ারম্যান জানান জনসাধারণের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।