সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনের তারিক বদল হলো না ,কথা হলো করোনা নির্দেশিকা মেনে চলার

মমতা ব্যানার্জি দাবি করেছিলেন শেষ দিন দফার ভোট যেন এক দফা তে  করা হয় । গেরুয়া শিবিরের তরফ থেকে সাধারণ মানুষ কে সতর্ক থাকতে বলা হয়েছে ,সভা সমিতি করোনা বিধি মেনে করা হোক ,ভোটদানের সময় একই নিয়ম থাকুক । সবার জন্য দ্রুত প্রতিষেধক পাঠানোর আশ্বাস দেওয়া  হয়েছে । কংগ্রেস বাম  শিবিরেও কমিশনের দিন পরিবর্তন নিয়ে কিছু বলেনি ।