গতকাল ৩টা থেকে বিকাল ৫ টা মাত্র দুই ঘন্টার বৃষ্টিতেই শহর কলকাতা জলমগ্ন হয়ে পরে । রাস্তা জুড়ে দেখা যায় যানজট । তার জেরে অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই নাস্তা নাবুদ হয় । জমা জলের পরে যানজট শ্লথ হয়,ভিড় বাড়তে থাকে ।সব থেকে বেশি বৃষ্টি হয়েছে জিনজিরা বাজারে ৫৩ মিমি এবং বেহালা তে ৪৫ মিমি ।