গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্বিগ্নতা বাড়িয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৮,২০৬,তার মধ্যে খালি মহারাষ্ট্রতেই আক্রান্ত হয়েছে ৪০,৪১৪ জন ।গতকাল সারাদেশে মৃত্যু হয়েছে ১০৮ জনের ,মোট মৃতের সংখ্যা ৫৪,১৮১।শুধু মুম্বাই শহরেই আক্রান্ত হন ৬৯৩৩ জন ।মুম্বাইয়ের মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৮,৭২৪। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৭,৮৭৪ জন মোট সুস্থ্যের সংখ্যা ২৩ লক্ষ্য ৩২,৪৫৩।