সারা রাজ্য জুড়ে পালিত হলো ছট পুজো

On: Tuesday, November 13, 2018 10:00 PM

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ছট  পুজো  উপলক্ষে এই দিন শহরের  বিভিন্ন রাস্তায় গঙ্গা মুখী শোভাযাত্রা বেরোয় । কলকাতা  তে বসবাস  বিহার এবং ঝড়খন্ডের লোকজনদের  মধ্যেই এই পুজো পালন  করার  উৎসাহ বেশি দেখা যায় ,ছোট  ছোট লরি  এবং  ম্যাটাডোরে  করে এরা  সূর্য পুজোর উপাদান নিয়ে তারা গঙ্গার  ঘাটে ঘাটে  ভিড় করেন এবং গঙ্গার কোমর জলে  নেমে অস্ত  গামী সূর্যের বন্দনা করেন পাশাপাশি চলে আরতি এবং প্রদ্বীপ ভাসান । মহিলা দের  উৎসাহ চোখে পরে ।