সিঁথিতে ৪০ লক্ষাধিক টাকার চোরাই সোনা ও মার্কিন ডলার উদ্ধার করলো এসটিএফ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এসটিএফ  গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে প্রায়  ৪১ লক্ষ  টাকার  চোরাই  সোনা সহ  গ্রেপ্তার  করলো সাজু মহালদার ,নিরঞ্জন  চক্রবর্তী ও সুশান্ত  ধর  নামক তিন ব্যক্তি কে । এসটিএফ  গোপন সূত্রে খবর ক্রেতা সেজে দক্ষিণ সিঁথির একটি  সোনার  গয়না তৈরির কারখানার সামনে অপেক্ষা করছিলেন । ধৃতেরা  সেইখানে  সোনার লেনদেন শেষ  করার  পরে ধরা  পরে ,তাদের  ব্যাগ তল্লাশি  করে পাওয়া  যায় ৪১ লক্ষ্য  টাকার সোনা এবং ৩০ হাজার  টাকা মার্কিন ডলার ।