সিঁথির মোড়ে বেআইনি বাড়ি ভাঙা নিয়ে প্রবল প্রতিরোধ হলো

বুধবার সিঁথি থানা এলাকা তে বিটি রোডে একটি চারতলা বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে বাঁধার মুখে পরে ফিরে চলে আসতে হয় পুরসভার বিল্ডিং দফতরের কর্মীদের ।অভিযোগ , সেইখানে ২৫ জন মহিলা বাসিন্দা পুরসভার কর্মি ইঞ্জিনিয়ার দের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।একজন মহিলা নিজের গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করা হয় ,দীর্ঘ ২ ঘন্টা ধরে চেষ্টা করে বেআইনি ভাঙতে না পেরে ফেরত আসেন পুরসভার কর্মিও অফিসারেরা ।