সিকিমে ঘুরতে যাওয়া পর্যটকদের আনন্দ আতঙ্কে বদলে গেছে

সিকিম ও দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের আনন্দ বদলে গেলো আতঙ্কে তারা কয়েকদিন সিকিমে বৃষ্টির
জেরে প্লাবিত হয়েছে জনপদ ভেঙে গেছে রাস্তা ঘাট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ,সূত্রের খবর হাজার খানেকের ও বেশি পর্যটক আটকে আছেন সিকিমে ।কলকাতার আত্মীয় স্বজন রা শত চেষ্টা করেও যোগাযোগ করতে পারছেন না । যাদের যাওয়ার কথা দুই এক দিনের মধ্যে তারা যাওয়া বাতিল করছে ।