গতকাল সিঙ্গুরে ভোট হলো মোটের উপরে শান্তিপূর্ণ ভাবেই ।সিঙ্গুর নিয়ে তিন পক্ষই আসার বাণী শুনিয়েছেন ভোটার দের ।কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কে সিঙ্গুরের ভোট নিয়ে বিশেষ ঘাম ঝরাতে হয়নি ।সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বেচারাম মান্না বুথে বুথে চক্কর কেটে বেড়িয়েছেন ।রতন পুরে দলীয় কার্যালয়ে বসেই ভোট পরিচালনা করেছেন বর্ষীয়ান নেতা বিজেপির রবীন্দ্র নাথ ভট্টাচার্জি।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...