খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বর্ধমানে এক জনসভা কর্মসূচিতে এসে রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন এনআরসি এবং সিএএ নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে ,মমতা দির সঙ্গে আমার কথা হয়েছে তিনি দেশ জুড়ে এর বিরোধিতার দায়িত্ব নিয়েছেন । ৭-৮ টি রাজ্য প্রকাশে এর বিরোধিতা করছে । তিনি বলেন আগামী রবিবার কলকাতার রানী রাসমণি রোডে প্রতিবাদ সভা হবে আমরা চাইছি শন্তিপূর্ণ ভাবে লোকেরা এই আন্দোলনে আমাদের সাথে যোগ দিন ,খাঁটি মুসলিম রা কখনো অমুসলমান সুলভ কাজ করতে পারে না “।