সিদ্ধি বিনায়ক মন্দির দাদার মন্দির

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :   ভারতের  অন্যতম  পুরোনো  গনেশ  মন্দির  হিসাবে এটি  পরিচিত । মুম্বাইয়ের দাদার  রেল  স্টেশনের কাছে এই মন্দিরটি  অবস্থিত । এই মন্দিরে সাধারণ  মন্দিরের পাশাপাশি  বলিউডের ষ্টার  রা  পুজো দিতে আসেন । রেলিয়ান্সের কর্ণধার  মুখেশ আম্বানি এবং তাদের পরিবার  তাদের ক্রিকেট ও ফুটবল দলের  সাফল্যের  জন্য নীতা  আম্বানি সমেত পরিবারের  সকলেই  এইখানে  পুজো দিতে আসেন । গনেশ চতুর্থী এই খানে  খুব ধুমধামের সাথে  পালিত হয় ।