সিপিআই (এম এল) রেড ষ্টার প্রার্থী দিচ্ছেন ছয় কেন্দ্রে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সিপিআই (এম  এল) রেড  ষ্টার  সূত্রে জানা গিয়েছে তারা আসন্ন লোকসভা নির্বাচনে তারা ছয়টি কেন্দ্র থেকে প্রার্থী দেবেন । যাদবপুর  লোকসভা কেন্দ্রে তারা সিপিআইএম  লোকসভা  প্রার্থী কে সমর্থন করবেন তাদের ভাঙড়ের  পাওয়ার গ্রিড  বিরোধী আন্দোলনের  সমর্থন করার জন্য ।তাদের তরফ থেকে জানানো হয় যে তারা বালুরঘাট লোকসভা , বিষ্ণুপুর ,বাঁকুড়া ,ব্যারাকপুর ,দমদম ,বারাসাত আসনে প্রার্থী দেবেন ।