সিবিআই কে গরুপাচারের তথ্য দিল বি এস এফ

সোমবার বি এস এফের  এক অফিসার সিবিআইকে তথ্য ও প্রমানের একটি ফাইল দিয়ে আসেন। এই  ফাইলে  এনামুল হকের কাজ কারবারের বিস্তারিত নথি আছে বলে মনে করা হচ্ছে। বি এস এফ  অফিসারদের সাহায্যে এনামুল  গরু পাচার করতেন। এক বার পাচারের  পরই  তিনি টাকা দিতেন বি এস অফের  কর্মী ও অফিসারদের। টাকার প্রলোভন দেখিয়ে পাচার চলত বলে জানা গেছে। রাজনৈতিক নেতাদের যুক্ত  থাকার তথ্য ফাইলে  থাকতে পারে  বলে মনে করা হচ্ছে।